মিস্টার রয়ে’র আসল নাম কি?
ফুকেটে টিকেট কাটতে গিয়ে পরিচয় হলো এক লোকের সাথে, নাম বললো ‘ম্যাক্স’। আরেক মহিলার সাথে আলাপ হলো তার নাম বললো ‘মার’। এই মহিলার সাথে আরো আলাপে বের হয়ে আসলো যে, সে মুসলিম। তখন তার কাছে জানতে চাইলাম, ‘মার’ আবার কেমন নাম? পরে বললো তার নাম আসলে ‘হালিমা’। ফি ফি আইল্যান্ডে গিয়া ঘোরাঘুরির জন্য বিলাসবহুল জাহাজ …