লকডাউনে দেখা সিনেমার বাছাইকরা রিভিউ
আইএমডিবির টপ ২৫০ মুভির লিস্ট থেকে ২০০ বেশি মুভি দেখা হয়েছে। এছাড়াও সারা জীবনে দেখা মুভির মোট সংখ্যা কত হাজার তার হিসাব নাই। ওকালতি শুরু করার পর বেশি সময় পাই না। তাই খুব ভাল রিকমেন্ডেশন না পাইলে দেখি না। লকডাউনের এই সময়টায় দেখা অনেক সিনেমার মধ্যে অল্প কিছু সিনেমা নিয়ে লিখে রাখলাম যাতে পরে মনে …