নদীপথে ঢাকা ঘিরে ১১২ কিলোমিটার
ঢাকা শহরকে মাঝখানে রেখে চক্রাকারে ঘুরে আসলাম। নদীপথে। বেরাইদ ঘাট থেকে যাত্রা শুরু এবং শেষ। বালু নদী দিয়ে শীতলক্ষ্যা হয়ে ধলেশ্বরীর বুক চিড়ে বুড়িগঙ্গা পারি দিয়ে তুরাগ নদী শেষ করে আবার বালু নদী। দেখেছি ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকা। শহর, সুন্দর গ্রাম, প্রকৃতি, শিল্প এলাকা, বন্দর, কারখানা, জীবন, জীবিকা আর মানুষ। গুগল …