আমার ক্রিকেট টিমের দয়াল সিকদারের গল্প
শৈশবে হাডুডু-ডাংগুলি-বৌছি-বোমবাস্টিং—কতসব গ্রামীণ খেলার ব্যস্ত থাকতাম! বড় হচ্ছিলাম, খেলার মধ্যে আস্তে আস্তে ক্রিকেট ঢুকে গেলো। অল্প সময়ের মধ্যেই সবাইকে বাদ দিয়া সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠলো। ক্রিকেট ক্রেজ। সেই ১৯৯৮-৯৯ সালের দিকে। কাঠ দিয়া নিজেদের বানানো ব্যাট আর টেনিস বল দিয়া শুরু। তাল গাছের ডগাও মাঝে মাঝে ব্যাট হতো আমাদের। এরপর রাবার ডিউস বল, আরো পরে …