এন.আই.এ্যাক্ট এর ১৩৮ ধারা: সিজেএম-এর অফিস আদেশের ভিত্তি ও কার্যকারিতা প্রসঙ্গ
৩ জুন ফেসবুক পোস্ট আকারে লিখেছিলাম। অনলাইনে ছাপা হয়েছিল। বিষয়টা খুব জরুরি, আইনি ব্যাখ্যা জড়িত। দেশের কয়েকটি জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অফিস আদেশ জারি করে এন.আই. এ্যাক্ট এর ১৩৮ ধারার মামলার ক্ষেত্রে যাতে তামাদি না হয় সে কারণে ন্যায় বিচারের স্বার্থে ফাইলিং কঠোরভাবে সামাজিক দূরত্ব পালন করে গ্রহণ করে রেজিস্ট্রিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। ঢাকার পাশ্ববর্তী …