ভদ্রগোছের চুলের ছাট
কলবাড়ি হাট তখন জমজমাট ছিল না। মজুমদার হাট কেন্দ্রিক ছিল আমাদের গ্রাম্য জীবন। প্রত্যেক রবি আর বিষ্যুদবার হাট মিলতো। সাথে সাথে মিলতো শিবু যোগীর থেকে কড়া রং দেওয়া চালতার আচার কিনে খাওয়ার সুখ। কিন্তু এক দেড় মাসে এক-দুইবার আমার আসতো দুঃখ। এই দুঃখ চুল কাটাইতে গিয়া অপমান-অপদস্ত হওয়ার দুঃখ। ওয়াপদার রাস্তার পরে নদীর আগে উঁচু …