অজানা উত্তর
২০০৯ সালের লেখা। কাঁচা হাতের। এখনো হাত পাকে নাই। (১) বেশ একটা হুলস্থুল কান্ড ঘটেছে বাড়ির উঠোনের উত্তর দিকে। দশটার বেশি গৃহস্থ এবং তাদের সবার ভিন্ন ভিন্ন ঘরের বড় এই বাড়িটাতে অবশ্য এমনটা প্রায়ই লেগে থাকে। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় ঝগড়া এবাড়িতে থেমে থেমে সচরাচর হয় । আর কোনো ঘটনা ঘটলে তো কথাই নেই। তবে এখনকার হুলস্থুলে সেখানে উপস্থিত …