ঢাকার গিজগিজ নববর্ষ বরণ বাদ দিয়া ‘ত্রেস এ্যামিগোস’ গেল মুন্সী আর নারায়নে। একলগে।
ত্রেছ এ্যামিগোস ভায়াজিন্তি। আসলে আনকমন কিছু না। ‘থ্রি ফেন্ডস ট্রাভেলারস’- এইটাকে পর্তুগিজ ভাষায় গুগল তরজমা করেছে। আমি, আমান আর মুকুল- এই তিন বন্ধু একসঙ্গে দেশের বহু এবং বিদেশের কিছু জায়গা সফর করেছি। তিনজনের দলের একটা নাম দরকার। গুগল আমাকে সাহায্য করেছে। আনকমন নামে মানুষজনের আগ্রহ থাকে। ব্রান্ড হয়ে যায়। আইন বলে, আনকমন নামের ট্রেডমার্ক পাওয়াও সহজ। …