যে বাড়িতে জন্মেছি, তার পাশ দিয়েই বয়ে গেছে লোহালিয়া নদী; আমার নদী। এই নদীর সাথে মিশে আছে আমার শৈশব, কৈশোর, ভাললাগা, রাগ, দুঃখ, অভিমান, আনন্দ। নদীটা না থাকলে হয়ত আমি বাঁচতাম না। পটুয়াখালী জেলার মুরাদিয়া আমার গ্রাম। হারিকেনের আলোয় পড়েছি।
গ্রামীণ জীবনের সব সব সব আনন্দ নিতে নিতে, নদীতে সাঁতার কাটতে কাটতে, গ্রামের কোলায় (মাঠে) ক্রিকেট খেলতে খেলতে, যখন বড় হচ্ছিলাম; তখনই একদিন পড়াশুনার ছুতোয় ঢাকা আসতে হল। আমার সমস্ত আবেগ, ভালবাসাকে অগ্রাহ্য করতে হয়েছিল।
২০০৪ সাল থেকে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছি। বহুত কিছু বুঝতে শিখেছি সেখানে।
আইন-রাষ্ট্র-অধিকার-সমাজ নিয়ে কাজ করার আগ্রহ। জীবিকা নির্বাহে আইনের ওপর নির্ভর করছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে কাজ করছি।
একদা বিতর্ক করতাম। সাংবাদিকতাও করেছি। সফর আমার নেশা। দেশ-বিদেশে ঘুরতে ভাল লাগে। বিচিত্র এই দুনিয়া, তারও চেয়ে বিচিত্র এই মানুষ।।
ই-মেইলে পাবেন: zahirulmusa@gmail.com
ব্লগ আপডেট করেন না ক্যান?
রসিয়ে রসিয়ে বললেই তো কাজ শেষ হয় না, একবার দাওয়াত মার…